Life of Pi(2012)
অ্যাং লি পরিচালিত Life of Pi মুভিটি মুক্তি পায় ২০১২ সালের ২৮ সেপ্টেম্বর।
এটি একটি আমেরিকান 3D অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা ইয়ান মার্টেলের Life of Pi নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি ।
মুভিটির কাহিনী গড়ে উঠেছে একজন পন্ডিচেরীর অধিবাসী তামিল বালক পিসসিন মলিটর পাটেল বা সংক্ষেপে পাই পাটেলের জীবন কাহিনীর উপর ভিত্তি করে । ছোটকাল থেকেই পাই আধ্যাত্মিক বিশ্বাস ও রীতিনীতি নিয়ে অনুসন্ধান করতো । কৈশোরে সে যখন পরিবারের সাথে জাহাজে করে বিদেশে পাড়ি জমায়, তখন এক প্রচণ্ড ঝরে জাহাজডুবি হয়ে জাহাজের অন্য সবাই মারা যায় । একমাত্র জীবিত মানুষ পাই একটি ছোট নৌকায় এক হিংস্র রয়েল বেঙ্গল টাইগারের সাথে ২২৭ দিন কাটিয়ে সাগর পাড়ি দেয় ।
মুভিটির কেন্দ্রীয় চরিত্র পাই হিসাবে অভিনয় করেছেন সুরাজ শর্মা, প্রাপ্তবয়স্ক পাই হিসাবে অভিনয় করেছেন ইরফান খান,এছাড়াও তাবু, আদিল হোসেন, অয়ন খান সহ আরও অনেকে অভিনয় করেছেন ।
ছবিটি এগারো বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর জন্য মনোনীত হয় এবং চার বার জয়ী হয়। এছাড়াও ছবিটি শ্রেষ্ঠ পরিচালক (অ্যাং লি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (ক্লডিও মিরান্ডা), শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টের জন্যও অ্যাওয়ার্ড পায়।
১২০ মিলিয়ন ডলার বাজেটের এই মুভিটি বিশ্বজুড়ে আয় করে নেয় প্রায় ৬০৯ মিলিয়ন ডলার !
এটি একটি আমেরিকান 3D অ্যাডভেঞ্চার ড্রামা ফিল্ম যা ইয়ান মার্টেলের Life of Pi নামক উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি ।
মুভিটির কাহিনী গড়ে উঠেছে একজন পন্ডিচেরীর অধিবাসী তামিল বালক পিসসিন মলিটর পাটেল বা সংক্ষেপে পাই পাটেলের জীবন কাহিনীর উপর ভিত্তি করে । ছোটকাল থেকেই পাই আধ্যাত্মিক বিশ্বাস ও রীতিনীতি নিয়ে অনুসন্ধান করতো । কৈশোরে সে যখন পরিবারের সাথে জাহাজে করে বিদেশে পাড়ি জমায়, তখন এক প্রচণ্ড ঝরে জাহাজডুবি হয়ে জাহাজের অন্য সবাই মারা যায় । একমাত্র জীবিত মানুষ পাই একটি ছোট নৌকায় এক হিংস্র রয়েল বেঙ্গল টাইগারের সাথে ২২৭ দিন কাটিয়ে সাগর পাড়ি দেয় ।
মুভিটির কেন্দ্রীয় চরিত্র পাই হিসাবে অভিনয় করেছেন সুরাজ শর্মা, প্রাপ্তবয়স্ক পাই হিসাবে অভিনয় করেছেন ইরফান খান,এছাড়াও তাবু, আদিল হোসেন, অয়ন খান সহ আরও অনেকে অভিনয় করেছেন ।
ছবিটি এগারো বার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস এর জন্য মনোনীত হয় এবং চার বার জয়ী হয়। এছাড়াও ছবিটি শ্রেষ্ঠ পরিচালক (অ্যাং লি), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক (ক্লডিও মিরান্ডা), শ্রেষ্ঠ ভিজুয়াল এফেক্টের জন্যও অ্যাওয়ার্ড পায়।
১২০ মিলিয়ন ডলার বাজেটের এই মুভিটি বিশ্বজুড়ে আয় করে নেয় প্রায় ৬০৯ মিলিয়ন ডলার !
যারা অ্যাডভেঞ্চার-ধর্মী মুভি পছন্দ করেন তারা অবশ্যই ছবিটি মিস করবেন না …
এই মুভির Bangla Subtitle টি নিচ থেকে ডাউনলোড করুন । ডাউনলোড হওয়ার পর Bangla Subtitle টি Drag করে আপনার মুভি প্লেয়ারের উপর ছেড়ে দেন এবং মুভিটি উপভোগ করুন
আমাদের সাপোর্ট দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না …
Shout Box For Live Support
Join with our Facebook Group
Join with our Facebook Group
No comments