ads header

Latest Update

The Bucket List(2007)



রব রেইনার পরিচালিত The Bucket List মুভিটি মুক্তি পায় ২০০৭ সালের ১৫ ডিসেম্বর ।
এটি একটি আমেরিকান কমেডি-ড্রামা ফিল্ম যা ন্যাশনাল বোর্ড অব রিভিউ এর শীর্ষ দশ চলচিত্রের অন্তর্ভুক্ত ।
জীবনের শেষ পর্যায়ে উপস্থিত দুই ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির হাসপাতালে পরস্পরের সাথে পরিচয় হয়, সেখানেই বন্ধুত্ব । আর বেশিদিন হাতে নেই জানতে পেরে তারা দুজন মৃত্যুর আগের শেষ ইচ্ছাগুলোর একটি লিস্ট তৈরি করে । এরপর সেগুলো পূরণ করতে বেরিয়ে পড়ে অভিযানে !
ছবিটিতে এডওয়ার্ড কোল হিসাবে জ্যাক নিকলসন, কার্টার চেম্বারস হিসেবে মরগ্যান ফ্রিম্যান অভিনয় করেন । এছাড়াও সিন হায়েজ, বেভারলি টড, আলফন্স ফ্রিম্যান সহ আরও অনেকে অভিনয় করেন ।
মাত্র ৪৫ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নেয় প্রায় ১৭৫ মিলিয়ন মার্কিন ডলার ।
যারা কমেডি ধর্মী মুভি পছন্দ করেন তারা অবশ্যই ছবিটি মিস করবেন না …

এই মুভির Bangla Subtitle টি নিচ থেকে ডাউনলোড করুন  । ডাউনলোড হওয়ার পর Bangla Subtitle টি Drag করে আপনার মুভি প্লেয়ারের উপর ছেড়ে দেন এবং মুভিটি উপভোগ করুন
আমাদের সাপোর্ট দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না …


Shout Box For Live Support
Join with our Facebook Group

No comments