Divergent(2014)
নিল বার্জার পরিচালিত Divergent মুভিটি মুক্তি পায় ২০১৪ সালের ২১ মার্চ । বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক অ্যাকশান ধর্মী এই মুভিটি ভেরোনিকা রথের Divergent নামক উপন্যাস অবলম্বনে তৈরি।
ভবিষ্যৎ পৃথিবীতে যখন অন্য শহর ও দেশ অরাজকতায় ছেয়ে যায়, তখন শিকাগো শহরের লোকজন নিজেদের ব্যক্তিত্বের ভিত্তিতে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যায়। মুভির কেন্দ্রীয় চরিত্র ব্রিটিশ প্রায়র (ট্রিস) জানতে পারে যে সে Divergent শ্রেণির এবং এটা ফাঁস হওয়া বিপজ্জনক। তখন সে বেছে নেয় ডন্টলেস গ্রুপ, সেখানে তার পরিচয় হয় রহস্যময় প্রশিক্ষক “ফোর” এর সাথে। Divergent দেরকে নির্মূল করার ষড়যন্ত্র জানতে পেরে ট্রিস আর ফোর খুঁজতে নামে কিসের জন্য Divergent রা অন্যদের কাছে হুমকি ।
বাকিটুকু জানতে হলে দেখতে হবে আপনাকে মুভিটি ।
মুভিটিতে ট্রিস চরিত্রে অভিনয় করেছেন শাইলিন উডলি, ফোর চরিত্রে থিও জেমস, এছাড়াও জয় কোর্টনি, রে স্টিভেনসন, মাইলস টেলার সহ আআর অনেকে অভিনয় করেছেন ।
ছবিটি এমটিভি মুভি অ্যাওয়ার্ড,টিন চয়েস অ্যাওয়ার্ড সহ আরও কয়েকটি অ্যাওয়ার্ড পায় ।
৮৫ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নেয় প্রায় ২৮৯ মিলিয়ন ডলার !
ভবিষ্যৎ পৃথিবীতে যখন অন্য শহর ও দেশ অরাজকতায় ছেয়ে যায়, তখন শিকাগো শহরের লোকজন নিজেদের ব্যক্তিত্বের ভিত্তিতে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে যায়। মুভির কেন্দ্রীয় চরিত্র ব্রিটিশ প্রায়র (ট্রিস) জানতে পারে যে সে Divergent শ্রেণির এবং এটা ফাঁস হওয়া বিপজ্জনক। তখন সে বেছে নেয় ডন্টলেস গ্রুপ, সেখানে তার পরিচয় হয় রহস্যময় প্রশিক্ষক “ফোর” এর সাথে। Divergent দেরকে নির্মূল করার ষড়যন্ত্র জানতে পেরে ট্রিস আর ফোর খুঁজতে নামে কিসের জন্য Divergent রা অন্যদের কাছে হুমকি ।
বাকিটুকু জানতে হলে দেখতে হবে আপনাকে মুভিটি ।
মুভিটিতে ট্রিস চরিত্রে অভিনয় করেছেন শাইলিন উডলি, ফোর চরিত্রে থিও জেমস, এছাড়াও জয় কোর্টনি, রে স্টিভেনসন, মাইলস টেলার সহ আআর অনেকে অভিনয় করেছেন ।
ছবিটি এমটিভি মুভি অ্যাওয়ার্ড,টিন চয়েস অ্যাওয়ার্ড সহ আরও কয়েকটি অ্যাওয়ার্ড পায় ।
৮৫ মিলিয়ন ডলার বাজেটের এই ছবিটি বিশ্বজুড়ে আয় করে নেয় প্রায় ২৮৯ মিলিয়ন ডলার !
সায়েন্স ফিকশান ও অ্যাকশান মুভি দেখতে যারা পছন্দ করেন তারা অবশ্যই মুভিটি মিস করবেন না..
এই মুভির Bangla Subtitle টি নিচ থেকে ডাউনলোড করুন । ডাউনলোড হওয়ার পর Bangla Subtitle টি Drag করে আপনার মুভি প্লেয়ারের উপর ছেড়ে দেন এবং মুভিটি উপভোগ করুন
আমাদের সাপোর্ট দেওয়ার জন্য শেয়ার করতে ভুলবেন না …
Shout Box For Live Support
Join with our Facebook Group
Join with our Facebook Group
No comments