ads header

Latest Update

Malang Movie Bangla Subtitle (2020)

 মুভি নামঃ Malang

📅 সালঃ ২০২০

🎧 ভাষাঃ হিন্দি

🎭 জনরাঃ রোমান্টিক একশন থ্রিলার

👦পরিচালকঃ মোহিত সুরি

👥 অভিনয়েঃ আদিত্য রয় কাপুর, দিশা পাটানি, কুনাল খেমু,অনিল কাপুর প্রমুখ!

📊 আইএমডিবি রেটিংঃ ৬.৭/১০

📈 গুগল ইউজার রিভিউঃ ৯১%

Malang movie bangla subtitle



.
🎬 মুভি লিংক- Mlwbd তে পেয়ে যাবেন।অথবা বিসাবের ডেসক্রিপশন বক্সে তিনটা গুগল ড্রাইভ লিংক দেওয়া আছে অথবা সাবটাইটেল Zip ফাইলে TxT ফাইলেও লিংক পেয়ে যাবেন।


.                             

                                          


.
👦অনুবাদক- রবিউল আওয়াল জীবন এবং সুমন হোসাইন।

👦বিশেষ সহযোগিতায়- হাবিবউল্লাহ কাইসার ভাই & যুবায়ের রহমান ভাই।
.
.
মুভি প্লটঃ আদিত্য ও দিশা দুইজনেই তাঁর পরিবার ত্যাগ করে গোয়ায় ঘুরতে যায় এবং সেখানেই তাদের সম্পর্কের শুরু হয়। হটাৎ এক অজানা কারণে আদিত্যর ৫ বছর জেল হয়। জেল থেকে বের হয়ে এসেই সে পুলিশ কে (অনিল কাপুর কে) ফোন দিয়ে বলে যে সে একজন কে খুন করবে তাই একটা মার্ডার রিপোর্ট লিখাতে চাই। অনিল কাপুর এটা মজা হিসাবে নিবে নাকি চ্যালেঞ্জ হিসাবে নিবে সেইটা বুঝার আগেই সে খবর পায় একজন পুলিশ অফিসার মার্ডার হয়েছে। ঠিক একই ভাবে সে রাতে আরও একজন পুলিশ অফিসার খুন হয়। তারপর খুনি স্ব- ইচ্ছায় আত্মসমর্পণ করলে অনিল কাপুর যখন তার খেলা শেষ বলে উল্লাস করতে থাকে তখনই আদিত্য রায় পাল্টা জবাব দিয়ে বসে যে, খেলা এখনও শেষ হয়নি,খেলাতো মাত্র শুরু আরও অনেক কিছুই হওয়ার বাকি আছে...তারপর থেকে ঘটনা নানান দিকে বাক নিতে থাকে।পুলিশ অফিসারদের সে খুন করছে কেন? পুলিশের সাথে তার কিসের শত্রুতা আর সে কোথায় যেয়েই বা থাকবে সেসব উত্তর পেতে হলে শেষ পর্যন্ত আপনাকে মুভিটি দেখতে হবে।



No comments